বটিয়াঘাটায় ভাইকে বাড়ি থেকে উচ্ছেদ করতে বড় বোনের ষড়যন্ত্র

প্রকাশঃ ২০২০-০৬-২৪ - ২৩:১১

খুলনা অফিস : বটিয়াঘাটা উপজেলার হেতালবুনিয়া গ্রামের মুকুল রায়ের পুত্র গ্রীন রায় বুধবার বেলা ১১টায় উপজেলা প্রেসক্লাবে এক সাংবাদিক সম্মেলণের আয়োজন করেন। সম্মেলনের লিখিত বক্তব্যে তিনি জানান, আমার মা মৃত: মায়া রায় সরকারী চাকুরীজীবি ছিলেন। তিনি তার উপার্জিত অর্থ দিয়ে বাড়ি এবং কিছু জায়গাজমি নিজের নামে ক্রয় করেন। এলপিআরে যাওয়ার কয়েক বছর পর আমার মা স্ট্রোক করে মারা যান। মায়ের মৃত্যুর পর আমার বিবাহিত বড় বোন হ্যাপি মহলী (৩৮) ও তার স্বামী সমীর মহলী (৪৪) তাদের একমাত্র মেয়েকে নিয়ে আমার বাড়িতে অবস্থান করতে থাকে। অবস্থানকালীন তারা কতিপয় স্বার্থন্বেষী মহলের কূপরামর্শে আমাকেই বাড়ি থেকে উচ্ছেদ করার ষড়যন্ত্রে লিপ্ত হয়। এ সময় কৌশলে তারা আমার আলমারির চাবি চুরি করে মায়ের রেখে যাওয়া সোনার গহনা, নগদ টাকা, মূল দলিল ও গুরুত্বপূর্ন কাগজপত্র সরিয়ে ফেলে গত ইং ০৪/০৯/২০১৮ তারিখে আমার বিরুদ্ধে বটিয়াঘাটা ইউনিয়ন পরিষদে আমার বড় বোন বাদী  হয়ে হয়রানী মূলক মামলা করে। মামলাটিতে মিথ্যা তথ্য ও উপাত্ত থাকায় ইউপি চেয়ারম্যান হিন্দু দায়ভাগ আইনের ১৫৭(১) ধারা মতে অযৌতুক স্ত্রী ধনের (স্থাবর অস্থাবর) সম্পত্তির ওয়ারেশ মৃত মায়া রানী রায়ের পুত্র গ্রীন রায় হইবে উল্লেখ করে খারিজ করে দেন। পরবর্তীতে সে আদালতে ১০৭/১১৭ ধারায়  এমপি-৩৫৪/১৯ নং একটি মিথ্যা মামলা দায়ের করে। তিনি মিথ্যা মামলা ও হয়রানীর হাত থেকে রক্ষা পেতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।