ফুলতলা (খুলনা) প্রতিনিধিঃ দি এশিয়া ফাউন্ডেশনের সহায়তায় এবং রূপান্তর বাস্তবায়িত এসডিজি প্রকল্পের মাধ্যমে এসডিজি ফোরাম খুলনা জেলার ফুলতলা, দিঘলিয়লা ও বটিয়াঘাটা গঙ্গারামপুর উপজেলার সদস্যদের অংশগ্রহণে করোনা পরিস্থিতি বিষয়ক অনলাইন সভা বৃহস্পতিবার বেলা ১১টায় অনুষ্ঠিত হয়। ফুলতলা উপজেলার এসডিজি ফোরামের সদস্য ও গাড়াখোলা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এবং প্রেসক্লাব ফুলতলার সভাপতি তাপস কুমার বিশ্বাসের সভাপতিত্বে এবং প্রজেক্ট অফিসার বিপুল রায়ের পরিচালনায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন দিঘলিয়া এসডিজি ফোরামের আহবায়ক শেখ মনিরুল ইসলাম, মোঃ নাজমুল ইসলাম, জেসিকা সুলতানা, ফারজানা বিউটি, ফাতেমা খাতুন, প্রাপ্তী রানী সরকার, শেখ মোঃ শামীমুল ইসলাম, গঙ্গারামপুর এসজিডি ফোরামের সদস্য মিলন কান্তি মন্ডল ও রিমন রায়, ফুলতলা ফোরামের আম্বিয়া বেগম ও মোঃ সাইফুল ইসলাম । সভায় আরও উপস্থিত ছিলেন প্রকল্প সমন্বয়কারী এসএম মঞ্জুরুল ইসলাম, এমএন্ডই অফিসার ফারাহ বি তাবাসসুম, প্রজেক্ট অফিসার গোলাম মোস্তফা, ধনঞ্জয় সাহা ও মাসুদ রানা প্রমুখ। সভায় চলমান করোনা পরিস্থিতি, স্বাস্থ্যসেবা ব্যবস্থা, ত্রান ব্যবস্থাপনা, সরকারি নির্দেশনা ও প্রকল্প সতেচনতামুলক কার্যক্রম নিয়ে আলোচনা অনুষ্ঠিত হয়।