ডুমুরিয়ায় মালিকানার জমির উপর দিয়ে রাস্তা নির্মাণের অভিযোগ

প্রকাশঃ ২০২৪-০৩-১৫ - ২০:০৫

ডুমুরিয়া প্রতিনিধিঃ খুলনার ডুমুরিয়ার আটলিয়া ইউনিয়ন পরিষদের এক সদস্যের বিরুদ্ধে ব্যক্তি মালিকানার জমির উপর দিয়ে জোর পূর্বক রাস্তা নির্মাণের অভিযোগ উঠেছে।
এ ঘটনায় ভুক্তভোগী জমির মালিক বাসন্তী পশারী ইউপি সদস্য পলাশ দাসসহ দুই জনের বিরুদ্ধে উপজেলা নির্বাহী অফিসারের দপ্তরে লিখিত অভিযোগ দিয়েছেন। অভিযোগের প্রেক্ষিতে ইউএনও রাস্তা নির্মাণ কাজ সাময়িক ভাবে বন্ধের নির্দেশ দিলেও ওই ইউপি সদস্য জোর পূর্বক রাস্তা নির্মাণের পায়তারা করছে বলে জানা গেছে।
লিখিত অভিযোগ এবং সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, উপজেলার শোভনা গ্রামের দেবাশিষ মল্লিক আটলিয়া ইউনিয়নের কুলবাড়িয়া-বরাতিয়া মৌজার ০.৮১ একর জমি ক্রয় করে শান্তিপূর্ণভাবে ভোগ দখলে আছেন। কিন্ত পূর্ব বিরোধের জের ধরে সম্প্রতি আটলিয়া ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড সদস্য পলাশ দাস ও তার সহযোগি পলাশ নন্দী শ্রমিক নিযুক্ত করে ওই জমির মাঝ দিয়ে গত ২০ মার্চ তারিখে রাস্তা নির্মাণের অপচেষ্টা চালায়। বাঁধা দিতে গেলে ইউপি সদস্য পলাশ দাস দেবাশিষ মল্লিকের স্ত্রী বাসন্তী পশারিকে অশ্লীল ভাষায় গালিগালাজসহ নানাবিধ হুমকি ধামকি দেয়।
এক পর্যায়ে বিষয়টি বাসন্তী পশারী গত ২৫ ফেব্রুয়ারী বাদী হয়ে ইউপি সদস্য ও তার সহযোগির বিরুদ্ধে উপজেলা নির্বাহী অফিসারের কাছে লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগের বিষয়ে গত ৬ মার্চ উভয় পক্ষের উপস্হিতিতে শুনানী শেষে উপজেলা নির্বাহী অফিসার শেখ নুরুল আলম উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তাকে রাস্তা নির্মাণ কাজ বন্ধ রাখার জন্যে নির্দেশ দেন। অভিযোগের বিষয়ে ইউপি সদস্য পলাশ দাসের মোবাইল ফোনে একাধিক বার কল করলেও তিনি ফোন রিসিভ করেননি।
এ বিষয়ে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ আশরাফ হোসেন বলেন, রাস্তা নির্মাণ কাজ আপাতত বন্ধ রাখা হয়েছে। বিষয়টি নিয়ে স্থানীয় জনপ্রতিনিধি এবং সংশ্লিষ্টদের সাথে কথা বলে পরবর্তি পদক্ষেপ নেয়া হবে।